ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নতুন বিয়ের পিঁড়িতে ইলিয়াস (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বর্তমান সময়ের কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। সম্প্রতি নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করেছেন তিনি। এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে।

 

নতুন খবর হল দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই নাকি তৃতীয় বিয়ে করেছেন এই গায়ক। আর এ নিয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন কারিন। 

 

এ বিষয়ে কারিনের ভাষ্য- ইলিয়াসের নতুন বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। খবরটি শুনে অবাক তিনি। তবে এভাবে ছেড়ে দেবেন না তিনি, যা করণীয় তাই করবেন। প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেবেন।

 

এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন কণ্ঠশিল্পী ইলিয়াস। কিন্তু ইলিয়াসের সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর মডেল কারিন নাজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। কারিন সুইডেন প্রবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি