ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ছয় বছর লুকিয়ে প্রেম,অতঃপর বিয়ে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ৬ জানুয়ারি ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি বসেছেন বিয়ের পিঁড়িতে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় তার বিয়ে। পাত্রের নাম সনি পোদ্দার। বিয়ের আগের দিন অনুষ্ঠিত হয়েছে এই তারকার গায়ে হলুদ অনুষ্ঠান। তবে সেই আয়োজনটা অনেকটা লুকিয়েই সেরেছিলেন নায়িকা।

 

বিয়ের পর দিন আজ বুধবার ভক্ত-শুভাকাঙক্ষীদের জন্য গায়ে হলুদের ছবি পোস্ট করলেন মিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নতুন জীবনে পদার্পনের এসব মূহুর্তের ছবি শেয়ার করেন মিম। গায়ে হলুদের অনেকগুলো ছবি দিয়ে তার ক্যাপশনে মিম লিখেন, ‘ফুল, স্নিগ্ধতা এবং গায়ে হলুদ।

 

২০১৬ সালে সনির সঙ্গে তার পরিচয় ঘটে মিমের। এরপর ধীরে ধীরে সেই পরিচয় পরিনত হয় পরিণয়ে। ছয় বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি