ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

সামনে এলো বঙ্গবন্ধুর বায়োপিকের প্রথম ঝলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৭ মার্চ ২০২২

বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। গত দুই বছর ধরে এর নির্মাণযজ্ঞ চলছিল। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনের বিশেষ এই দিনে উন্মোচন করা হলো বঙ্গবন্ধু বায়োপিকের প্রথম ঝলক বা পোস্টার।

সিনেমা তৈরির ঘোষণার পর থেকে এতদিন পর্যন্ত ‘বঙ্গবন্ধু’ নামটাই শোনা যাচ্ছিল। গণমাধ্যমেও এই নামে সিনেমাটিকে পরিচয় করানো হয়। তবে সদ্য প্রকাশ্যে আসা ফার্স্ট লুক পোস্টারে সেই ধারণা পাল্টে গেল।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘মুজিব’। ট্যাগলাইনে দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’। আজ দুপুরে এফডিসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পোস্টারটি উন্মুক্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ আরও অনেকে।

এতে শুভ ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। 

এমএম/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি