ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

সাংবাদিক মারধরের মামলায় সালমানকে আদালতে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৩ মার্চ ২০২২

সালমান খান নিয়ে যেনো বির্তকের শেষ নেই। এ পযর্ন্ত হয়েছে তার নামে একাধিক মামলাও। যার মধ্যে অন্যতম একটি ১৯৮৮ সালের কৃষ্ণসায়র হরিণ হত্যা মামলা। এর মধ্যেই আবারো মামলার মুখে বলিউডের ভাইজান। 

অভিযোগ, এক সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সালমান খান। আর এই জের ধরেই মামলা।

অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক ২০১৯ সালে দায়ের করেছিলেন এই মামলা। 

এএনআই এর সূত্রে জানা যায়, ‘মুম্বাইয়ের আন্ধেরি কোর্ট সালমানের কাছে আদেশ পাঠিয়েছে ৫ এপ্রিল আদালতে উপস্থিত থাকার জন্য।

২০১৯ সালে সাংবাদিক অশোক পাণ্ডের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইপিসি-র ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সেই সাংবাদিকের অভিযোগ অনুসারে ঘটনাটি ঘটেছিলো ২৪ এপ্রিল। সালমান খান তার দুই বডি গার্ডের সাথে সাইকেল চালাতে ব্যস্ত ছিলেন। আর সেইসময় গাড়িতে ক্যামেরাপার্সনদের সাথে ছিলেন অশোক।

সালমানের বডিগার্ডদের অনুমতি নিয়েই তিনি ভিডিও করতে শুরু করেন। তবে হঠাৎ রেগে যান সালমান। আর তার বডিগার্ডরা এসে মারধর করেন অশোককে।

এমনও অভিযোগ উঠেছে যে, সালমান নাকি মেরে ওই সাংবাদিকের মোবাইলও কেড়ে নেন। এরপর ১০০ তে ফোন করার ভয় দেখালে ফোন ফেরত দেয় সালমানের বডিগার্ডরা।

অশোক নিজের অভিযোগে জানান, পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

সুত্রঃ হিন্দুস্থান টাইমস

আরএমএ

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি