ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঐতিহ্য ও উৎসবের আমেজ নিয়ে বৈশাখে হাবিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ক্যারিয়ারের প্রথমেই একাধিক গান হিট হওয়ার মধ্য দিয়ে গানের জগতে নিজের অবস্থান শক্ত করেছেন হাবিব ওয়াহিদ। কাজের চমক দিয়েই তিনি হয়ে উঠেছেন দেশের অন্যতম শীর্ষ শিল্পী-সংগীত পরিচালক। আর এবার পহেলা বৈশাখে প্রথমবারের মতো গান নিয়ে আসছেন হাবিব। যে গানে তুলে ধরা হয়েছে বাংলার বৈশাখের ঐতিহ্য ও উৎসবের আমেজ।

দুই দশকের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার নতুন চমক নিয়ে আসছেন পহেলা বৈশাখে। হাবিবের এই গানের তালে তালে নেচেছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও পূজা চেরি।

এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার এই গানে হাবিব ছাড়াও কণ্ঠ দিয়েছেন নবীন গায়িকা জারিন। হাবিবের হাত ধরে সিনেমাটির দুটি গান দিয়েই তার প্লেব্যাকে অভিষেক হচ্ছে। হাবিবের সুর-সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক।

এ বিষয়ে হাবিব ওয়াহিদ বলেন, “সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে গানটি করা হয়েছে। এর চিত্রায়ণও বেশ ভালো হয়েছে।”

উল্লেখ্য, আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’। এটি নির্মিত হয়েছে আবহমান গ্রাম বাংলার গল্প নিয়ে।

পহেলা বৈশাখকে সামনে রেখে এর আগেই গানটি উন্মুক্ত করা হবে বলেও জানা গেছে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি