ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘প্রিয় বন্ধু’ বলে ‘ভাইজান’কে জড়িয়ে ধরলেন কারিশ্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ৪ মে ২০২২ | আপডেট: ২২:১৫, ৪ মে ২০২২

Ekushey Television Ltd.

একসময় বলিউডে কারিশ্মা কাপুর ও সালমান খান জুটি দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। 

‘জুড়ওয়া’, ‘বিবি নং ১’, ‘চল মেরে ভাই’-এর মতো আরও অনেক ছবিতেই অভিনয় করে মন কেড়েছেন এই জুটি। সম্প্রতি ঈদের এক অনুষ্ঠানে আবার দেখা হল দু’জনের। ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেই 'ভাইজান'কে জড়িয়ে ধরলেন কারিশ্মা।

নেটমাধ্যমে সেই মুহূর্তের ছবিও পোস্ট করেছেন কারিশ্মা। এই ছবি আপলোড করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। হালকা গোলাপি রঙের সালোয়ারে দারুণ মানিয়েছিল ‘লোলো’কে। 

সালমান-কারিশ্মার আবেগঘন এই মুহূর্ত অনেককেই স্মৃতিকাতর করে তোলে। সালমান খানের বোন অর্পিতা খান এবং তার স্বামী আয়ুশ শর্মা ঈদ উপলক্ষে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন। ‘খান’দের ঈদের পার্টিতেই আবার জেগে উঠল কারিশ্মা-সালমানের পুরনো বন্ধুত্ব।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি