ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

দুর্বৃত্তের গুলিতে পাঞ্জাবের জনপ্রিয় গায়কের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৩০ মে ২০২২ | আপডেট: ১১:০০, ৩০ মে ২০২২

দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও প্রদেশের কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। 

রোববার সন্ধ্যার দিকে পাঞ্জাবের মানসা এলাকার পথে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে।  ওই গাড়িতে সিধু ও তার তিন বন্ধু ছিলেন। 

গাড়ি লক্ষ্য করে ছোঁড়া গুলিতে আহত হন সিধু। তাকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার দুই বন্ধু। এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

কংগ্রেস নেতা সিধুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও।

শনিবারই সিধু মুসেওয়ালাসহ ৪২৪ জন্য ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাবের রাজ্য সরকার। তারপরই এই অঘটন ঘটল।

জনপ্রিয় গায়ক সিধু পাঞ্জাব বিধানসভা ভোটের আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসে যোগ দেন। তার পর মানসা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটেও লড়েছিলেন তিনি। তবে বিজয় সিংলার কাছে ৬৩ হাজারেরও বেশি ভোটে হেরে যান। তবে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। 

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি