ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

দু’শো কোটির মন্নত, আর কী সম্পত্তি রয়েছে শাহরুখের?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২০ জুন ২০২২

মুম্বাইয়ে গেলে মন্নতের দর্শন তো করতেই হয়। যদি একবার বিলাসবহুল বাংলোর ছাদে শাহরুখ খানের দেখা পাওয়া যায়। তা না হলে নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে একটা ছবি তো তোলাই যায়! সাধের এই মন্নত শাহরুখ কিনেছিলেন ২০০১ সালে। তখন তার নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ২০০৫ সালে বাড়ির নাম মন্নত রাখেন শাহরুখ। এখন মন্নতের মূল্য প্রায় দু’শো কোটি টাকা। হ্যাঁ, এত টাকার বিলাসবহুল বাড়িতে থাকেন বলিউড বাদশা। অবশ্য মন্নত তার বিপুল সম্পত্তির একটি অংশ মাত্র। শোনা যায়, আরও একাধিক সম্পত্তি রয়েছে কিং খানের।

১) লন্ডনে বহুবার শুটিং করতে গিয়েছেন শাহরুখ। পরিবারকে নিয়ে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাকে। রটনা, মধ্য লন্ডনের পশ পার্ক লেনে শাহরুখের একটি বিলাসবহুল ভিলা রয়েছে। যার মূল্য ১৭২ কোটি টাকা।

২) বলিউডের রোম্যান্স কিংয়ের দুবাই প্রেমের কথা তার অনুরাগীরা জানেন। রটনা, সেদেশের প্রাইভেট আইল্যান্ডে একটি বাড়ি রয়েছে শাহরুখের যা তিনি উপহার হিসেবে পেয়েছিলেন। বাড়িটির মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

৩) একটু সময় পেলেই আলিবাগের বাংলোয় সময় কাটাতে চলে যান শাহরুখ। পরিবারের পাশাপাশি বন্ধুদেরও নিয়ে যান। ১৯,৯৬০ স্কোয়ার কিলোমিটারের এই বাংলোটির আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। একটি হেলিপ্যাডও রয়েছে সেখানে।

৪) বুগাত্তি ভেরনের নাম শুনেছেন। বিলাসবহুল গাড়ির খোঁজ যারা রাখেন, তারা জানেন এই গাড়ির কদর। বিশ্বের দ্রুততম গাড়ির তালিকায় উপরের সারিতে এই গাড়ির নাম। দাম ১২ কোটি টাকা।

৫) তারকাদের ভ্যানিটি ভ্যান থাকেই। শাহরুখের ভ্যানটি তৈরি করেছেন দিলীপ ছাব্রিয়া। ৪ কোটি টাকা এর জন্য খরচ করেছেন কিং খান।

৬) বলিউডের হাতে গোনা কয়েকজনের কাছেই রোলস রয়েস রয়েছে। শাহরুখের কাছে যেটি রয়েছে তার দাম ৭ কোটি টাকা।

৭) বেন্টলি কন্টিনেন্টার জিটি গাড়িও রয়েছে শাহরুখ খানের। V8 ইঞ্জিনের গাড়িটির মূল্য ৪ কোটি টাকা।

৮) কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। আইপিএলের এই দলটির ব্র্যান্ড ভ্যালু ৬০০ কোটি টাকা। অবশ্য এতে শাহরুখের পার্টনার জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা।

৯) শাহরুখের রেড চিলিজ প্রযোজনা সংস্থা তো বটেই VFX তৈরির জন্যও বিখ্যাত। এর থেকে বার্ষিক প্রায় ৫০০ কোটি টাকা আয় রয়েছে শাহরুখের।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি