ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

হিরো আলমকে ‘হিরো’ নাম পাল্টাতে বলল ডিবি (ভিডিও)

আতিক রহমান পূর্ণিয়া

প্রকাশিত : ২১:৫৫, ২৯ জুলাই ২০২২ | আপডেট: ২২:১২, ২৯ জুলাই ২০২২

উল্টাপাল্টা গান আর গাইবেনই না, করবেন না প্রেম কিংবা বিয়ে। এমন কথাই জানালেন সোশ্যাল মিডিয়ার আলোচিত সমালোচিত চরিত্র আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।

তবে নামের আগে হিরো শব্দটি ছেঁটে ফেলতে নারাজ তিনি। একুশে টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

উদ্ভট সব উপস্থাপনার জন্ম দিয়ে গত ৭/৮ বছর ধরে নেট দুনিয়ায় একরকম প্রতাপের সাথে আছেন হিরো আলম। সামান্য পড়াশোনা জানা এই চরিত্রের উত্থান নাটক, সিনেমা, গানসহ বিভিন্ন ভিডিও উপাদান তৈরির মাধ্যমে। 

এসবের মান, রুচিবোধ নিয়ে প্রশ্ন থাকলেও হাস্যরসের জন্য হিরো আলম নামটি সবার কাছে হয়ে ওঠে পরিচিত। কি ইংরেজি, কি হিন্দি বা উচ্চ মানের গান। সব কিছুতেই হাত দিয়ে লেজেগোবড়ে করে উপস্থাপন করা যার স্টাইল।

ফলে শেষতক গোয়েন্দা পুলিশ ডেকে পাঠায় হিরো আলমকে।

হিরো আলম বলেন- ডিবি তাকে বলেছে, ‘এখন থেকে তুই আশরাফুল আলম বলবি। হিরো আলম নাম চেঞ্জ করবি।... আমি কিছুই বললাম না। তারা বললো তোর বিরুদ্ধে অনেক অভিযোগ, তুই কি ভালো মতো চলবি, নাকি জেলখানায় যাবি। তখন আমি বললাম নজরুল গীতি যেহেতু সমস্যা; নজরুল গীতি আর গাবো না। পল্লী গীতি আর গাবো না। এরপর মুচলেকা দিয়ে ওখান থেকে চলে আসি।

প্রথম স্ত্রীর মামলায় জেল খেটেছেন। আর কোন নতুন সম্পর্কে জড়াতে চান না বলেও জানান নেট দুনিয়ার বিতর্কিত এই চরিত্র।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি