ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

‘হাড্ডি’র পোস্টারে চরিত্রটি নারী না পুরুষ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ২৪ আগস্ট ২০২২

ধূসর রঙের সিমারি গাউন, ঠোঁটে লাল লিপস্টিক, মুখে চড়া মেকআপ, নজর কাড়ছে হেয়ার স্টাইল। মঙ্গলবার মুক্তি পাওয়া ‘হাড্ডি’র ফাস্ট লুক পোস্টারে এভাবেই দেখা গেল এক সুন্দরী নারীকে। তারপর থেকেই অনেকেরই মনে প্রশ্ন- কে এই অভিনেত্রী? তবে উত্তর পেলে অনেকটা আশ্চর্য হতে পারেন।

নারী নন, নারীর বেশে প্রতিশোধ নিতে এমন ভঙ্গীতে ধরা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। হঠাৎ ভাইরাল সেই ছবিটি তার আগামী সিনেমা ‘হাড্ডি’-র ঝলক।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্মাতারা প্রথম লুক প্রকাশ্যে আনতেই হইচই পড়ে গেছে। জানা যায়, অক্ষত অজয় শর্মা পরিচালিত সিনেমাটি ফ্লোরে উঠেছে সদ্য। যা মুক্তি পাবে ২০২৩ সালে।

তবে নওয়াজউদ্দিনকে এমন রূপে আগে দেখা যায়নি। অনুরাগীরা বললেন ‘মহাকাব্যিক’। ‘হাড্ডি’ আসলে প্রতিশোধ-ভিত্তিক কাহিনিরই সিনেমা।

পোস্টারে নওয়াজউদ্দিনের চেহারা দেখে চিত্রনাট্য বোঝার উপায় নেই। তবে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন ‘নারী’-রূপী নওয়াজ।

জানা যায়, জি স্টুডিয়ো এবং অনিন্দিতা স্টুডিয়োর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘হাড্ডি’। সিনেমার পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা, “অপরাধ আগে কখনও এত ভাল লাগেনি!”

নওয়াজউদ্দিন এই সিনেমাতে তার চরিত্র সম্পর্কে বলেছেন, “আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি, তবে ‘হাড্ডি’ সম্পূর্ণ আলাদা। বিশেষ চরিত্র হতে চলেছি। এমন চেহারায় এমন ভূমিকায় আমায় আগে কেউ দেখেননি। অভিনেতা হিসেবেও আমার উত্তরণ হবে।”

নওয়াজউদ্দিনকে শেষ বার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল ‘হিরোপন্তি ২’-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি