ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আলিয়ার বেবি বাম্প ছুঁয়ে দেখতে চান ক্যাটরিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতীয় হিন্দি সিনেমার কুইন খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে যার অভিনয়ের জাদুতে সাড়া জাগে দর্শকদের মন। সেই ধারাবাহিকতায় গত এক দশকে বলিউডে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে তার ঝুলিতে। 

এদিকে ব্যক্তিগত জীবনে ভিকি কৌশলের সঙ্গে ঘর বাঁধলেও রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ দিন প্রেম করেছেন ক্যাটরিনা। কিন্ত সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। রণবীর ঘর বেঁধেছেন আলিয়া ভাটের সঙ্গে। খুব শিগগির সন্তানের মুখ দেখবেন তারা। 

তবে এরই মধ্যে ক্যাটরিনা জানালেন, তার প্রাক্তন প্রেমিকের স্ত্রী আলিয়ার বেবি বাম্প ছুঁয়ে দেখতে চান তিনি। এ খবর সামনে আসতেই আলোচনা সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে।

মূলত ক্যাটরিনা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ফোনভূত’ এর প্রচার অনুষ্ঠানে রণবীরের সঙ্গে তার প্রেমের বিষয়টি উঠে আসে। এসময় জানতে চাওয়া হয় হবু মা আলিয়া ভাটের সঙ্গে দেখা হলে কী করবেন? এ প্রশ্ন শুনে মিষ্টি হেসে ক্যাটরিনা বুঝিয়ে দেন আলিয়ার বেবি বাম্প ছুঁয়ে দেখতে চান তিনি।

ক্যাটরিনা আরো জানান, আলিয়ার সঙ্গে জিমে তার মাঝে মাঝেই দেখা হয়। সে এখনো নিয়ম করে জিম করে যাচ্ছে। নিজের ফিটনেস সম্পর্কে আলিয়া খুব সচেতন। 

গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। এ জুটির ঘনিষ্ঠ একজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে আলিয়া ভাটকে। আশা করা হচ্ছে, আাগামী ২০ নভেম্বর সেখানে প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি