ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫

বাবার অসুস্থতায় ভেঙে পড়েছেন চঞ্চল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

অভিনেতা চঞ্চল চৌধুরীর ৯০ বছরের বৃদ্ধ বাবা হাসপাতালে। গুরুতর অসুস্থ। মা-বাবা অসুস্থ থাকলে কোনও সন্তান কি ভাল থাকে? বৃহস্পতিবার চঞ্চলের ফেসবুক পোস্টে ফুটে উঠল বাবার প্রতি তার আবেগ।

অভিনেতা ফিরে গিয়েছেন ছেলেবেলায়। যখন তার পরিচয় ছিল শুধু মাত্র রাধা গোবিন্দ চৌধুরীর ছেলে হিসাবেই। সেই জন্য বিশেষ সমাদরও জুটত। বাবা প্রধানশিক্ষক হওয়ার সুবাদে তিনি স্কুলের সব কিছুকেই নিজের একান্ত বলে ভাবতেন। কিন্তু সময়ের হিসাবে চাকা ঘুরেছে। বর্তমানে একডাকে চঞ্চলকে সবাই চেনে। 

সেই ভাবনাগুলিই যে মাথায় ভিড় করে আসছিল চঞ্চলের, তা বোঝা গেল তার লেখায়। তিনি লেখেন, “বাবাকে এক দিন জিজ্ঞেস করেছিলাম, ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি। এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে, তোমার কেমন লাগে? বাবা কোন উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছু ক্ষণ তাকিয়ে ছিলেন। তার সেই গর্বিত মুখটা দেখে, আমার চোখ দুটো ঝাপসা হয়ে গিয়েছিল।”

তাই বাবার অসুস্থতা আরও ভারাক্রান্ত করেছে চঞ্চলকে। লিখলেন,“আমি ভাল নেই।” বাবা যেন সুস্থ হয়ে যান, সৃষ্টিকর্তার কাছে আপাতত এটাই প্রার্থনা চঞ্চলের।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি