ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৫ মে ২০২৩

‘তুমি নব নব রূপে এসো প্রাণে’—এই প্রতিপাদ্যে ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকাল ৪টায় তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বরেণ্যশিল্পী মুস্তাফা মনোয়ার।

সম্মেলনের শেষ দিনে রবীন্দ্রপদক প্রদান করা হবে মুক্তিযোদ্ধা ও অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম ও শিক্ষাবিদ সংগীতজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ারকে। শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অনুপম সেন। এদিন সমাপনী বক্তব্য রাখবেন পরিষদের সভাপতি সন্জীদা খাতুন। 

এ উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলন হয় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক বরেণ্য নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আরো উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মফিদুল হক, শিল্পী বুলবুল ইসলাম, শিল্পী লিলি ইসলাম ও লাইসা আহমদ লিসা, পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক লোপা আহমেদ।

এসবি/ 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি