ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে মুক্তি পাচ্ছে সূর্য আহমেদ-সানি নভোর মিউজিক‍্যাল ফিল্ম `আত্মহারা` 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৮ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:৪৪, ৮ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

আসছে পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন টাইগার মিডিয়ার ব‍্যানারে মুক্তি পাবে বিগ বাজেটের মিউজিক্যাল ফিল্ম 'আত্মহারা'। 

মুন্সীগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাইকুজ্জামান (সানি নভো), গানটি লিখেছেন লিটন ঘোষ জয়, সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন পার্থ মজুমদার, গানটির ভিডিও গল্প চিএনাট‍্য ও পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা সূর্য আহমেদ মিঠুন। চিএগ্রাহক হিসেবে ছিলেন বিকাশ সাহ আর মডেল হিসেবে কাজ করেছেন  মোহাম্মদ আসফাক রানা, জেবা জান্নাত, সানি নভো ও রোমান হাসনাত।

গানটির শিল্পী সানি নভো বলেন, "আমি গ‍্যারান্টি দিয়ে বলতে পারি 'আত্মহারা' গানটি সব দিক থেকে সকল দর্শকের মন ছুঁয়ে যাবে এবং দর্শক শ্রোতা অল্প সময়ে একটি সিনেমা দেখবে।" 

গানটির পরিচালক সূর্য আহমেদ মিঠুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "প্রতিটি কাজ একজন পরিচালকের কাছে সন্তানের মত। আমি সব সময় চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার। সেই ধারাবাহিকতায় সম্পূর্ণ সিনেমার আদলে একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে খুব যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রমের মধ‍্য দিয়ে নির্মান করেছি 'আত্মহারা' গানটি। আশা করছি দর্শক গানটি দেখে মুগ্ধ হবে। আর গানটি দর্শকদের ভালো লাগলেই আমাদের 'আত্মহারা' পুরো টিমের স্বার্থকতা।"

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি