মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবনের গল্প এমনতো হয়’
প্রকাশিত : ২৩:৪১, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৩, ৩ জানুয়ারি ২০১৮
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবনের গল্প এমনতো হয়’ মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মামুনুর রশিদ মুন্না। গল্পটি লিখেছেন পরিচালক নিজেই। গল্পে দেখা যায়, ছোট বেলা থেকেই উজ্জ্বলের স্বপ্ন মিডিয়ায় কাজ করার। তাই সে একটি প্রোডাকশন হাউজে এডিটর হিসেবে জয়েন করে। কিন্তু ঠিকমত কাজ করলেও অফিস তার বেতন ঠিক মত দেয় না। ফলে একদিন তাকে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেয়। এমনই ঘটনা নিয়ে এগিয়ে যায় ‘জীবনের গল্প এমনতো হয়’।
এই গল্পের মাধ্যমে মিডিয়ায় যারা কাজ করছেন তাদের নানা সঙ্কট ও পথ চলাকে তুল ধরা হয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক বলেন, মিডিয়ায় যারা কাজ করে তাদেরকে নানা সঙ্কটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হয়। এই ফিল্মে একজন মিডিয়া কর্মীর যে কষ্ট সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দিন রাত কাজ করার পরও দেখা যায় সঠিক সময়ে তিনি তার সঠিক প্রাপ্যটা পাচ্ছেন না। এই যে তার কষ্ট এটা কেউ দেখে না।
স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর রহমান উজ্জল, রোমানা ইসলাম, জহিরুল ইসলাম হিরা, রুহুল আমিন, হাসিবুল ইসলাম হাসিব, কাশেম কাকা প্রমুখ।
ভিডিও দেখুন
এসি/টিকে










