ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

দাম্পত্যে কি তাহলে অনুষ্কাই ‘বস’! কী বলছেন বিরাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা বিনোদন এবং ক্রিকেট জগতের জনপ্রিয় কাপল। কিন্তু অভিনয় এবং ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে আলাদা সময় কাটে তাঁদের। একই সঙ্গে থাকলে দৈনন্দিনের অনেক কাজ এক সঙ্গে করতে পছন্দ করেন তাঁরা।

ধরুন, ওয়ার্ক আউট। পেশার তাগিদে দুই তারকাই প্রতিদিন অনেকটা সময় শরীরচর্চা করেন। সম্প্রতি এক সঙ্গে ওয়ার্কআউট করছিলেন দু’জনে। সেই ভিডিও অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট।

ভিডিওতে অনুষ্কাকে দেখিয়ে বিরাট বলছেন, ‘ওয়ার্কিং আউট লাইক আ বস…।’ তা দেখে বলি মহলের অনেকের প্রশ্ন, তা হলে দাম্পত্যে অনুষ্কাই কি বস? পরোক্ষভাবে সেটাই স্বীকার করে নিলেন কোহালি?

যদিও অনুষ্কা কোনও কথা বলেননি। তবে তাঁর মুখে প্রশ্রয়ের হাসি দেখে অনেকেরই মনে হয়েছে গোটা বিষয়টি এনজয় করছেন নায়িকা।

সূত্র : আনন্দবাজার।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি