ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

ঈদের দিনে বলিউড বাদশাহ’র বাড়িতে ভক্তদের ভিড়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৩ আগস্ট ২০১৮

ঈদের দিনে বলিউড বাদশা শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে তার বাড়ি মান্নাতের সামনে হাজারও ভক্ত- শুভাকাঙ্ক্ষী ভিড় জমিয়েছে। শুভেচ্ছা জানাতে আসা এই ভক্তদের নিরাশ করেননি বলিউডের জনপ্রিয় এই নায়ক। এ সময় তার ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে ওপর থেকে নেমে এসে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন।

বুধবার মুম্বাইয়ে তার বাড়ির সামনে হাজারও ভক্তের ভিড়ের ছবি টুইটারে পোস্ট করেন তিনি।

পোস্টের ক্যাপশনে শাহরুখ লেখেন ‘সবাইকে ঈদের শুভেচ্ছা’। আল্লাহ সবাইকে সুখ আর সুস্বাস্থ্যে ভরে তুলুক। প্রতিবছর বাড়িতে এসে আমাদের ঈদ উৎসবকে অসাধারণ করে তোলেন আপনারা।আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।’

সম্প্রতি শাহরুখ ও তার পরিবার স্পেনে বেড়াতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাদশার’ পারিবারিক সেই ছবিগুলো বেশ প্রশংসিত হয়।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি