ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

কৌশিক ক্রাফটের স্বল্পদৈর্ঘ্য ‘টাইম’ যাচ্ছে পুনে চলচ্চিত্র উৎসবে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৮ অক্টোবর ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কৌশিক ক্রাফট এর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টাইম’ তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুনে, ইন্ডিয়াতে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে।    

এ বছরের নভেম্বর মাসে চলচ্চিত্রটি পুনে উৎসবে প্রদর্শিত হবে। উৎসবে এই বছর বিশ্বের ১০৫টি দেশের মোট ১১১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।   

নির্মাতার সাথে কথা বলে জানা গেছে, চলচ্চিত্রটি ২০১৬ সালে নির্মাণ করা হয়েছিল। এর কাহিনী মূলত হ্যালোসিনেশনের উপর। যার মূলভাব ছিল ‘অদ্ভুত ও বোবা সময় যাকে আমরা জীবন বলি, নীরব এই বোবা সময় একদিন কথা বলবেই।’

চার মিনিট পনেরো সেকেন্ড এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরোটা সময় ধরে দর্শক ডুবে থাকবে এর কাহিনীর ভেতর ।এতে অভিনয় করেছেন জাকির হোসেন বাবু ও মুজাহিদ ইসলাম। চিত্রগ্রহণে ছিলেন, জামান মনির এবং কাহিনী ও চিত্রনাট্য ছিলেন কৌশিক ক্রাফট।

চলচ্চিত্রটি এর আগেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল।

এই নির্মাতার আরও একটি চলচ্চিত্র হচ্ছে ‘রাতের শেষ ট্রেন’। সম্প্রতি তিনি সোহাইল রহমানের গল্পে আরও একটি সাইকো থ্রিলার কাজ হাতে নিয়েছেন বলে জানা যায়। নভেম্বেরেই মুক্তি পাবে বলে আশা করা যায়।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি