ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

সম্মাননা পেলেন পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সময়ের আলোচিত চিত্রনায়িকা পপি। সুদর্শনী এই নায়িকা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ‘আলোকিত নারী সম্মাননা’য় ভূষিত হলেন।

সম্প্রতি রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এক অনুষ্ঠানে পপির হাতে এ সম্মাননা তুলে দেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, এমপি।

এ সম্মাননা পাওয়া প্রসঙ্গে পপি বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্র অভিনয়ের জন্য আলোকিত নারী সম্মাননা পেলাম। এ সম্মাননা আমার জীবনের অন্য সম্মাননা থেকে সম্পূর্ণ আলাদা। আমাকে সম্মানিত করার মধ্যদিয়ে বাংলাদেশের সব সফল নারীর সম্মানিত করা হল। তাই আমার এ সম্মাননা সব সফল নারীকে আমি উৎসর্গ করলাম।’

এর আগে পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি