ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে দর্শকদের সঙ্গে সিনেমা দেখলেন জয়া ও ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ২০:১১, ৩০ অক্টোবর ২০১৮

সম্প্রতি দেবীর প্রচারণায় সিনেমার দুই অভিনেত্রী জয়া আহসান ও শবনম ফারিয়া গিয়েছিলেন চট্টগ্রামে। সেখানে নগরের ফিনলে স্কয়ারে অবস্থিত সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে চলছে আলোচিত সিনেমা ‘দেবী’। নিজের প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ সিনেমার প্রচারণার জন্য রোববার জয়া এবং তার সঙ্গে ফারিয়া দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন। এসময় সিনেমাটির মার্কেটিং কনসালট্যান্ট রুম্মান রশিদ খানও ছিলেন তাদের সঙ্গে।

সিনেমা দেখা শেষে দর্শকের মুখোমুখি হন দুই অভিনেত্রী। ওই সময় তারা সিনেমার অনুপম রায়ের গাওয়া ‘দুমুঠো বিকেল’ গানটি গেয়ে শোনান দর্শকদের। তাদের সঙ্গে কণ্ঠ মেলান দর্শকেরাও।

সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স দেখে মুগ্ধ জয়া বলেন, ‘এত মিষ্টি একটা হল। এত সুন্দর পরিবেশ। খুব এক্সক্লুসিভ মনে হচ্ছে আসলে। আমরা সিনেমাপ্রেমীরা বাংলাদেশে যে রকম পরিবেশ দেখতে চাই, এই হল সে রকম। এখানে ‘দেবী’ খুব ভালো চলছে। তাই খুব ভালো লাগছে।’

শবনম ফারিয়া বলেন, ‘চট্টগ্রাম আমার বেড়ে ওঠার শহর। এই শহরটা তাই ভীষণ প্রিয়। দর্শকেরা আমাদের ‘দেবী’কে খুব ভালোভাবে গ্রহণ করেছেন দেখে ভালো লাগছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি