ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

অনন্তর নতুন সিনেমায় ‘দ্য স্পাই’র শিল্পীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৪ নভেম্বর ২০১৮

তিন বছর আগের কথা। নায়ক-প্রযোজক অনন্ত জলিল শুরু করেছিলেন ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ নামের একটি সিনেমার কাজ। এ জন্য ট্যালেন্ট হান্ট করে শিল্পী বাছাইও করেছিলেন তিনি। কিন্তু মাঝে ইসলাম ধর্মের কাজে ব্যস্ত হয়ে যান অনন্ত। ফলে কাজটি আর হয়নি।

এবার তিনি নির্মাণ করছেন নতুন সিনেমা ‘দীন, দ্য ডে’। অনন্ত জলিল তাই পুরনো নির্বাচিতদেরই সুযোগ করে দিলেন। এ জন্য ৩ নভেম্বর নির্বাচিতদের তার নিজ বাসায় ডেকে নতুন সিনেমাতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে অনন্ত জানান, ‘সিনেমার কাজ দ্রুতই শুরু হবে। এ জন্য বেশ কিছু নতুন মুখও দরকার। আর আগে যেহেতু কয়েকজন শিল্পীকে কথা দেওয়া হয়েছিল, তাই তাদের নিয়েই এ কাজটি করতে চান তিনি।’
উল্লেখ্য, ‘দীন, দ্য ডে’-এর লোকেশন দেখাসহ ইরানের সহপ্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা শেষ করেছেন অনন্ত জলিল। চিত্রনাট্য, নায়িকাসহ অন্য সবকিছুই চূড়ান্ত। এতে বাংলাদেশ থেকে অভিনয় করবেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি