ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মরণোত্তর চক্ষুদান করলেন অভিনেত্রী বাঁধন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মরণোত্তর চক্ষু দান করলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গতকাল রোববার (২৫ নভেম্বর) সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রাজধানীর কাঁটাবনে অবস্থিত প্রতিষ্ঠানটির দফতরে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।   

সেখানে মরণোত্তর চক্ষুদান করার ঘোষণা দেন এই লাক্স তারকা সুন্দরী। ওইদিন আরও চক্ষুদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান।

মরণোত্তর চক্ষু দান করা নিয়ে আজমেরী হক বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। যখন আমি পৃথিবীতে থাকবো না তখন আমার এই দুই চোখ দিয়ে যদি অন্য একটি মানুষ পৃথিবীর আলো দেখতে পায়, সেটাই হবে আমার বড় পাওয়া।’

উল্লেখ্য, বাঁধন অভিনয়ের পাশাপাশি একজন ডেন্টিস্ট। তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচিত সদস্য। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী বাঁধন।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি