ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

সেন্সরে প্রশংসিত তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’

প্রকাশিত : ১০:১৯, ৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৯

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ সেন্সর বোর্ডের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। পুরো সেন্সর বোর্ডই চলচ্চিত্রটি নিয়ে প্রশংসা করেছে।

এ বিষয়ে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘চমৎকার সিনেমা। খুব ভালো লেগেছে। একেবারে আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে চলচ্চিত্রটির।’

মহান ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।


এখানে বিপ্লবী চরিত্র হাজির হয়েছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান ও সাজু খাদেম। পাকিস্তানি কর্মকর্তা হিসেবে এসেছেন ‘লগান’-খ্যাত অভিনেতা যশপাল শর্মা। এছাড়া আছেন ফারুক আহমেদ, হাসান আহমেদসহ অনেকে।
সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্মস।

পরিবেশনার দায়িত্বে থাকা প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিনেমাটির ট্রেলার দেখুন :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি