ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সাব্বির নাসির আর নাসরিন নাসার ‘ফাগুন আসছে’

প্রকাশিত : ২২:৩২, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ২৩:০২, ১১ মার্চ ২০১৯

নব্বই দশকের গায়ক ও গিটারিস্ট সাব্বির নাসির ২০ বছর পর রোমান্টিক গান ‘তুমি যদি বলো’ নিয়ে আবার গানে ফিরেছেন। গানটি লিখেছিলেন তাহমিনা পারভিন।

ভিন্ন ধারার সুরকার মুনতাসির তুষারের সুর করা এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নাসরিন নাসা।

এবার তারা আবার নিয়ে আসছেন ‘ফাগুন আসছে’ শিরোনামে নতুন একটি গান। এই গানটিও লিখেছেন তাহমিনা পারভিন সুর করেছেন মুন্তাসির তুষার।

এস এম ফজলে রাব্বি এবং সিনেমাটোগ্রাফার রাজু রাজের হাতে তৈরি হয়েছে গানটির ভিডিও। এতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। চলতি সপ্তাহেই গানচিলের ব্যানারে রিলিজ হতে যাচ্ছে সাব্বির নাসির আর নাসরিন নাসার নতুন গানের ভিডিওটি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি