ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভারতের সিনেমা হলগুলোও মোদীর দখলে

প্রকাশিত : ১৪:৩০, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ  (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স)। আরও বেশি আসন নিয়েই দ্বিতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রীর চেয়ারে নয়, মোদী এখন সিনেমা হলেও।

দীর্ঘ আলোচনা সমালোচনা ও বাধা-বিপত্তির কাটিয়ে গত শুক্রবার (২৪ মে) মুক্তি পেয়েছে নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’। এতে মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। সিনেমাটি নির্মাণ করেছেন ওমাং কুমার এবং প্রযোজনা করেছেন সন্দীপ সিং।

এর আগে গত ৫ ও ১১ এপ্রিল সিনেমাটি মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনের কারণ দেখিয়ে আটকে দেওয়া হয় এটি। ওই সময় নির্বাচনের কারণ দেখিয়ে সিনেমাটির মুক্তি নিয়ে সরব হয়ে উঠে বিরোধীরা। লোকসভা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সিনেমাটি মুক্তি না দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদনও জানায় কংগ্রেস ও আম আদমি পার্টি।

এছাড়া ভোটের সময় ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি পেলে তা ভোটারদের উপর প্রভাব ফেলবে এবং এ সময়ে সিনেমাটি মুক্তি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিযোগ তুলেছিলো কংগ্রেস। শেষ পর্যন্ত নতুন করে মোদীর বিজয় এবং সিনেমাটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক সন্দীপ সিং। শুধু তাই নয়, দর্শকও দারুণ উপভোগ করছেন মোদীর বায়োপিক।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি