ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

আবারও মুক্তিযুদ্ধের সিনেমায় অপর্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। ছোট পর্দার এই অভিনেত্রী বড় পর্দায়ও সফল। বর্তমানে তিনি অভিনয় করছেন  ‘গণ্ডি’ সিনেমাতে। এরই মধ্যে নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী। নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’।

সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন হোসনে মোবারক রুমি।

এ বিষয়ে নির্মাতা জানান, ইতোমধ্যে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। এর গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

হোসনে মোবারক রুমি বলেন, ‘আমরা প্রধান চরিত্রগুলো চূড়ান্ত করেছি। অন্যান্য শিল্পীদের নাম খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর আগামী মাস থেকে শুরু হবে এর শুটিং।’

উল্লেখ্য, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমার গল্প গড়ে উঠে ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ফলে আবারও মুক্তিযুদ্ধের সিনেমাতে অভিনয় করছেন অপর্ণা।
এর আগে তিনি ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’তে অভিনয় করেছিলেন। যার গল্পও ছিল মহান মুক্তিযুদ্ধকে নিয়ে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি