ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৯৬ হাজার ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২২ মে ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনায় দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে লাখের কোটায় প্রাণহানি। কার্যকরি কোন ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় প্রকট আরও বাড়িয়ে দিয়েছে। রেকর্ড সংক্রমণে আক্রান্তের তালিকা সোয়া ১৬ লাখ হতে চলেছে। 

বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ২১ হাজার ছুঁই ছুই। প্রাণ গেছে আরও ১ হাজার ৪২০ জনের। ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ৯৬ হাজার ৩৫৪ জনে ঠেকেছে। 

আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক কম। তারপরও সেখানে বেঁচে ফিরেছেন ৩ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৭ হাজার ৯০২ জন।

করোনার সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে নিউইয়র্কে। যেখানে প্রাণহানি ২৮ হাজার ৮৮৫ জন। আক্রান্ত ৩ লাখ ৬৬ হাজারের বেশি। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি হানা দিয়েছে ১ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষের দেহে। যাতে প্রাণ গেছে ১০ হাজার ৮৫২ জনের। 

লাখ ছাড়িয়েছে ইলিনয়সে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে না ফেরার দেশে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। একই অবস্থা ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্যের। যেখানে আক্রান্ত ৯০ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ গেছে ৬ হাজার ১৪৮ জনের। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি