ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ফ্লয়েড স্মরণসভা: ‘কালো হওয়াই ছিল তার একমাত্র অপরাধ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১০ জুন ২০২০ | আপডেট: ১৫:৫২, ১০ জুন ২০২০

জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে তার কন্যা জিয়ানা ফ্লয়েড ও স্ত্রী রক্সি ওয়াশিংটন। ছবি: সংগৃহীত

জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে তার কন্যা জিয়ানা ফ্লয়েড ও স্ত্রী রক্সি ওয়াশিংটন। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

মার্কিন পুলিশের হেফাজতে মৃত্যু হওয়া জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিতরা বিশ্বের সব বর্ণের মানুষের জন্য সুবিচার নিশ্চিতের দাবি জানান। টেক্সাস রাজ্যের হিউস্টনের গির্জায় জর্জ ফ্লয়েডের স্মরণে বক্তব্য প্রদানকারীরা মন্তব্য করেন সদ্যপ্রয়াত এই ব্যক্তির 'একমাত্র অপরাধ ছিল কৃষ্ণাঙ্গ হয়ে জন্ম নেয়া।'

ফ্লয়েডের ভাগনি ব্রুক উইলিয়ামস আইনে পরিবর্তন আনার আহ্বান জানান, কারণ তার মতে কৃষ্ণাঙ্গদের অসুবিধায় ফেলার জন্যই কিছু আইন তৈর হয়েছে। তিনি বলেন, “আইন এমনভাবে সাজানো হয়েছে যেন আফ্রিকান বংশোদ্ভুত আমেরিকানদের সিস্টেম কাজ না করে। এই আইন পরিবর্তন করতে হবে। আর কোনো বিদ্বেষমূলক অপরাধ দেখতে চাই না।”

হিউস্টনের ফাউন্টেন অব প্রেইস গির্জায় অনুষ্ঠিত শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে বেশ কয়েকজন রাজনীতিবিদ ও সেলেব্রিটিও ছিলেন সেখানে। স্থানীয় ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আল গ্রিন এই অনুষ্ঠানে বলেন, “জর্জ ফ্লয়েডের একমাত্র অপরাধ ছিল যে, তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন।”

সামনের নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন শেষকৃত্য অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে শোকবার্তা পাঠান। তিনি বলেন, “জর্জ ফ্লয়েডের জন্য বিচার যখন পাওয়া যাবে, তখনই সত্যিকার অর্থে আমেরিকা সব বর্ণের মানুষের সমান বিচার নিশ্চিত করার পথে এগিয়ে যাবে।”

নাগরিক অধিকার নিয়ে কাজ করা বর্ষীয়ান অ্যাক্টিভিস্ট আল শার্পটন বলেন, “আমি দেখতে পাচ্ছি পৃথিবীর যত জায়গায় যেসব মানুষ দাসদের দিয়ে কাজ করাতো, তাদের নাতি-নাতনিরা নিজেদের পিতামহদের মূর্তি ভেঙে ফেলছে।” ফ্লয়েডের স্মরণে তিনি আরও বলেন, “ঈশ্বর তাকে এমন একটি বিপ্লবের মধ্যমণির পদে আসীন করেছেন, যা সারাবিশ্বকে পরিবর্তন করবে।”

এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফ্লয়েড স্মরণে স্থানীয় বাসিন্দাদের ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করতে অনুরোধ করেন। মারা যাওয়ার আগে ঠিক এই পরিমাণ সময় একজন পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েডকে মাটির সাথে হাঁটু দিয়ে চেপে ধরে রাখেন। সূত্র: বিবিসি

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি