ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

কাতারকে একঘরে করার কৃতিত্বের দাবি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৭ জুন ২০১৭ | আপডেট: ১০:২২, ৭ জুন ২০১৭

কাতারকে একঘরে করার কৃতিত্ব দাবি করে বিষয়টিকে তার সাম্প্রতিক সৌদি আরব সফরের ফলাফল হিসেবে উল্ল্যেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইট বার্তায় ট্রাম্প আরো বলেন, এটি সন্ত্রাসবাদ বিদায়ের সূচনা । মঙ্গলবার সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপে সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা পূনর্ব্যক্ত করেছেন দুই নেতা। তবে সম্পর্কচ্ছেদের বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছে তুরস্ক। এদিকে, কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ভূয়া সংবাদের জন্য রাশিয়ান হ্যাকারদের দায়ী করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের দাবি মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব সৃষ্টি করতেই একাজ করছে রাশিয়া। হ্যাকিংয়ের বিষয়ে এফবিআইকে নিয়ে একটি তদন্তও শুরু করেছে কাতার সরকার।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি