ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

আলজেরিয়ায় সমুদ্র সাঁতরিয়ে প্রায় ১৫০ লোক অসুস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

আলজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় টেনেসে সমুদ্রে সাঁতার কাটার পর প্রায় দেড়শো লোক অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমুদ্রের পানি দূষিত হওয়ায় এসব লোক অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একজন আঞ্চলিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়।

এতে আরো বলা হয়, এ ঘটনার পর তিনটি বিচ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ঘটনার তদন্তও শুরু হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা লাখদার সেদ্দাস বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, সমুদ্রে সাঁতরানোর পর ১৪৯ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি বমি ভাব, জ্বর ও চোখ লাল হয়ে যায়।

চিকিৎসা শেষে ৫০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সমুদ্রের দূষিত পানি তাদের অসুস্থ বানিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে তদন্তের জন্য পাঠানো ২৮ জন ডাইভার ও সাত জন বেসামরিক প্রতিরক্ষা কর্মীও অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের একটি দল টেনেস বন্দর, বিচ ও আশেপাশের এলাকা থেকে বাতাস ও পানির নমুনা সংগ্রহ করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি