ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

কিউবা কর্তৃপক্ষের প্রতি বাইডেনের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৩ জুলাই ২০২১ | আপডেট: ১১:৩৪, ১৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘নিপীড়ন’ ও দারিদ্রতার অবসানে বিক্ষোভকারীদের দাবির ‘কথা শুনতে’ সোমবার কিউবার কমিউনিষ্ট সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘স্বাধীনতা, মহামারী করোনাভাইরাসের মর্মান্তিক ছোবল, দশকের পর দশক ধরে চলা নিপীড়ন ও অর্থনৈতিক ভোগান্তি থেকে মুক্তির জন্য আমরা কিউবার জনগণের এবং তাদের করুণ ডাকের সাথে রয়েছি। কেননা, এসব ক্ষেত্রে তারা কিউবার স্বৈরাচারী সরকারের হাতে দমনের শিকার হয়ে আসছে।’

‘নিজেদের সমৃদ্ধশালী করার চেয়ে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের দেশের জনগণের কথা শুনতে এবং তাদের চাহিদা পূরণে কাজ করতে কিউবা সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে।’

এদিকে কিউবার কমিউনিষ্ট সরকারের বিরুদ্ধে বিরল বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণের পর দেশটির ব্যাপারে যেকোন ধরনের ‘বাইরের হস্তক্ষেপের’ বিপক্ষে রাশিয়া সোমবার সতর্ক বাণী উচ্চারণ করেছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারভা বলেন, ‘আমরা কোন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বা এ দ্বীপ রাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে উৎসাহ যোগাবে এমন কোন পদক্ষেপকে এক্ষেত্রে অগ্রহণযোগ্য বিবেচনা করছি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি