ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘জাতিসংঘ রেজল্যুশনে কাশ্মীর ইস্যু না থাকায় তা ব্যর্থ হয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ২৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২১:৫৩, ২৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কাশ্মীরের স্ব-অধিকারের বিষয় নিয়ে জাতিসংঘের রেজল্যুশন ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটি বলেছে, ওই রেজল্যুশনে কাশ্মীর ইস্যু ছিল না।

যদিও সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, স্ব-অধিকার নিয়ে জাতিসংঘের একটি রেজল্যুশনের মাধ্যমে কাশ্মীর ও এর জনগণকেই বোঝানো হয়েছে। তবে সেখানে আদৌ কাশ্মীর নিয়ে কোনো ইস্যু নেই বলে দাবি করেছেন সচেতন ব্যক্তিরা।

তারা বলেছেন, গত এক দশক ধরে গৃহীত জাতিসংঘের প্রস্তাবগুলো মূলত ফিলিস্তিনের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল। রেজল্যুশনে কাশ্মীর বিষয়ে কোনো কিছু নেই। পাকিস্তান তার স্বার্থের জন্য বিষয়টিকে অতিরঞ্জিত করেছে। 

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘৭২টি দেশের পৃষ্ঠপোষকতায় তৈরি জাতিসংঘের রেজল্যুশনটি কাশ্মীরের স্বাধীনতার অধিকারের নামে বিদেশি দখলদারিত্ব এবং হস্তক্ষেপ চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এজন্য সকল সদস্য রাষ্ট্রের সমর্থন আদায় করেছে জাতিসংঘ।’ সূত্র : ইকোনোমিক টাইমস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি