ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় নতুন করে ৩ হাজার ১০ জন আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় রোববার নতুন করে তিন হাজার ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৮ লাখ আট হাজার ৩৪৭ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া উপাত্ত অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে ২৬৩ জন দেশের বাইরে থেকে এসেছেন এবং অবশিষ্ট দুই হাজার ৭৪৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।

এদিকে দেশটিতে নতুন করে ১২ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ৩১ হাজার ৭৯৩ জনে দাঁড়ালো।

মন্ত্রণালয় আরো জানায়, মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৮৪ জন এ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে দেশটিতে সুস্থ হয়ে উঠা লোকের সংখ্যা বেড়ে মোট ২৭ লাখ ৩৫ হাজার ৩৫৫ জনে দাঁড়ালো। দেশটিতে বর্তমানে ৪১ হাজার ১৯৯ জন চিকিৎসাধীন রোগি রয়েছেন। এদের মধ্যে ১৮২ জননিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছেন এবং ৮৩ জনকে অক্সিজেন দিতে হচ্ছে।

রোববার মালয়েশিয়ায় এক লাখ ৪৭ হাজার ৬৫৫ জনকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট জনসংখ্যার ৭৯.৭ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ এবং ৭৮.৬ শতাংশ মানুষ উভয় ডোজ টিকা নিয়েছেন। এছাড়া দেশটির ২৮.৭ শতাংশ মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি