ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২৭ মে ২০২২

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির হোম সায়েন্স বিভাগের অধ্যাপক নিলোফার খান। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তাকে নিয়োগ দিয়েছেন বলে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

কাশ্মীর এবং জম্মু বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬৯ এর ১২ ধারা অনুযায়ী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। লেফটেন্যান্ট গভর্নর সচিবালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত আলাদাভাবে জানানো হবে।

অধ্যাপক নীলোফার প্রথম নারী হিসেবে কাশ্মীরিরে প্রধান এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। তিনি ভূ-বিজ্ঞানী অধ্যাপক তালাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন, যার তিন বছরের মেয়াদ ২০২১ সালের আগস্টে শেষ হয়েছে।

তিনি এর আগে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ও কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি শারীরিক ক্রিয়াকলাপের মাত্রা এবং নারী স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে তথ্য পেতে শ্রীনগরের চারটি অঞ্চলকে কেন্দ্র করে একটি গবেষণার কাজ করছেন। এ ছাড়া স্থুলকায় ও শীর্ণকায় ১৩ থেকে ১৮ বছরের কিশোরীদের খাদ্যাভ্যাস এবং ক্রিয়াকলাপ নিয়ে এর আগে গবেষণা করেছেন তিনি।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি