ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

সুদানে উপজাতি সংঘর্ষে মৃত বেড়ে ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১৮ জুলাই ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

সুদানের দক্ষিণাঞ্চলের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নিল রাজ্যে উপজাতিদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এ সংঘর্ষে ১৬৩ জন আহত হয়েছে।

প্রায় এক সপ্তাহে আগে সেখানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। খবর এএফপি’র।

রাজ্যের রাজধানী আল-দামাজিন থেকে টেলিফোনে জামাল নাসের বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশংকাজনক এবং তাদেরকে খার্তুমের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

খবরে বলা হয়, গত সোমবার প্রথম এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি