ব্রাজিলে ভোটে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট লুলা
প্রকাশিত : ১০:১৩, ৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:১০, ৩ অক্টোবর ২০২২

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
সংবাদমাধ্যমগুলো বলছে, এ পর্যন্ত অন্তত ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে দৃশ্যমানভাবে কেউই এগিয়ে নেই।
লুলা দা সিলভা ৪৬ দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার চেয়ে অল্প ব্যবধানে পিছিয়ে আছেন বলসোনারো। তার প্রাপ্ত ভোট ৪৪ দশমিক সাত তিন শতাংশ।
রান অফ এড়াতে একজন প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।
দেশটির নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পেলে ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে।
প্রসঙ্গত, লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। দরিদ্র ও শ্রমিকবান্ধব পদক্ষেপের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৮০ দিন কারাভোগ করেন লুলা।
যদিও পরে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছিল।
এএইচ
আরও পড়ুন