ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন।

দেশটির কারাগারের ব্যবস্থাপনায় নিয়োজিত এসএনএআই সংস্থার এক মুখপাত্র বলেন, সোমবার (৩ অক্টোবর) লালাচুঙ্গায় অবস্থিত কোটোপ্যাক্সি নং ১ কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২০ জন।

কর্মকর্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে। কোটোপ্যাক্সির গভর্নর ওসওয়ালদো কোরোনেল জানিয়েছেন, কারাগারে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।তিনি জানিয়েছেন, আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে সান্তা ডোমিনগো শহরের একটি কারাগারে দাঙ্গায় ১২ বন্দি নিহত হন। তার আগে গত মে মাসে ওই একই কারাগারে দাঙ্গার ঘটনায় ৪৩ বন্দি নিহত হন।

সরকারি হিসেব অনুযায়ী, ইকুয়েডরের বিভিন্ন কারাগারে বর্তমানে ৩৩ হাজার ৫শ বন্দি রয়েছে, যা ধারণ ক্ষমতার চেয়ে ১১ দশমিক ৩ শতাংশ বেশি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি