ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

নাইজেরিয়ায় নৌকা উল্টে নিহত ১০, নিখোঁজ ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:১২, ৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকা উল্টে অন্তত ১০ আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৬০ জন।

শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এর আগে শুক্রবার আনামব্রায় তীব্র বন্যার মধ্যে ৮৫ আরোহীর ওই নৌকাটি উল্টে যায় বলে জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমুর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজ্যটির গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরের কোনো এক সময়ের মধ্যে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল এবং তা চালু হওয়ার কিছু সময় পরই একের পর এক ঢেউয়ের তোড়ে সেটি উল্টে যায় বলে জানিয়েছেন রাজ্যটির বাসিন্দা ও স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওগেনে।

তিনি বলেন, “নৌকাটি স্থানীয়ভাবে নির্মিত। এটি শতাধিক মানুষকে পরিবহনে সক্ষম ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল এবং হুড়োহুড়ি, আতঙ্ক সৃষ্টি হয়েছিল।”

উদ্ধার তৎপরতায় নাইজেরিয়ার সেনাবাহিনীর সামরিক দুর্যোগ প্রতিক্রিয়ার একটি ইউনিট সহায়তা করছে বলে জানিয়েছেন তানিমু।

এ নিয়ে চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হল। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে; বিপাকে ফেলেছে অন্তত ৫ লাখ মানুষকে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি