ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

নাইজেরিয়ায় নৌকাডুবি: মৃত্যু বেড়ে ৭৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে ৮০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। 

সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, নৌকাটি গত শুক্রবার ডুবে যায়। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অ্যানামব্রা রাজ্যের ওকবারু এলাকায় বন্যা দেখা দেয়ায় তারা নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছিল।

এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। অ্যানামব্রা রাজ্যের গভর্নর চার্লস সোলুডোও মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে জানান, পানির উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে।

সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, ইঞ্জিন চালু হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। স্থানীয়ভাবে তৈরি ওই নৌকার ধারণক্ষমতা কম ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রাসহ ২৯টিতে বন্যা হয়েছে। বন্যার পানিতে এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে।  অন্তত ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি