ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন।

সোমবার (১০ অক্টোবর) সকালে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ মারা যান।

সমাজবাদী পার্টির টুইটার প্ল্যাটফর্ম থেকে এই খবর জানান মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব। তিনি লেখেছেন, আমার শ্রদ্ধেয় বাবা এবং সবার নেতা আর নেই- শ্রী অখিলেশ যাদব। 

গত বৃহস্পতিবারই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জীবনদায়ী ঔষধ দেওয়া হচ্ছে মুলায়ম সিং যাদবকে, তবে অবস্থার উন্নতি নেই।

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব বিগত দু’বছর থেকেই অসুস্থ। গত রোববার (২ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও রোববার আচমকাই অবস্থার অবনতি হয় তার। 

হাসপাতাল সূত্রে খবর, রোববার রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল তার। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষ রক্ষা করা যায়নি। সোমবার সকালে মুলায়ম-পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সংসদ সদস্য হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রীত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত যাদব নেতা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি