ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

পৃথিবী থেকে আমাদের মুছে ফেলার চেষ্টা করছে রাশিয়া: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজ সকালে ইউক্রেন জুড়ে যে হামলা হয়েছে তা প্রমাণ করে, রাশিয়া আমাদের ধ্বংস করে পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করছে।

এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি কিয়েভ, জাপোরিঝিয়া ও ডিনিপ্রোতে বিস্ফোরণের তথ্য তুলে ধরে বলেছেন, সেখানে আহত ও নিহতের ঘটনা ঘটেছে। দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে থাকার জন্য অনুরোধ জানান তিনি। 

সোমবার সকালের হামলার বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।

ইউক্রেন জুড়ে বিস্ফোরণের খবর আসছে বলে জানিয়েছেন কিয়েভে অবস্থানরত বিবিসির প্রতিবেদক। হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

বিবিসি বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম সপ্তাহের পর এটিই ব্যাপকতার দিক থেকে সবচেয়ে বড় রাশিয়ান আক্রমণ বলে মনে হচ্ছে। 

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী একমাত্র সেতুটি বিস্ফোরণের জন্য মস্কো কিয়েভকে দায়ী করার একদিন পরে এই হামলার ঘটনা ঘটল। সেতুতে বিস্ফোরণ নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ তার নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন।
সূত্র: আল-জাজিরা ও বিবিসি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি