ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

বিস্ফোরণে কেঁপে উঠছে কিয়েভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে মধ্য কিয়েভে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেন জুড়েই বিস্ফোরণের খবর আসছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরের কেন্দ্রস্থলে শেভচেনকিভস্কি জেলায় বিস্ফোরণ ঘটেছে।

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী একমাত্র সেতুটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার দুই দিন পর কিয়েভে এই হামলার ঘটনা ঘটল।

বিবিসি বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম সপ্তাহের পর এটিই ব্যাপকতার দিক থেকে সবচেয়ে বড় রাশিয়ান আক্রমণ বলে মনে হচ্ছে।

সেতুতে বিস্ফোরণ নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ তার নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, জাপোরিঝিয়ায় আরও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি