আব্দুল লতিফ রশিদ ইরাকের নতুন প্রেসিডেন্ট
প্রকাশিত : ১০:৪১, ১৪ অক্টোবর ২০২২

ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দিশ রাজনীতিবিদ আব্দুল লফিত রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল।
পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দ বারহাম সালেহ’র স্থলাভিষিক্ত হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পার্লামেন্টে দুই দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনি ৯৯ ভোটে সালেহকে হারিয়ে ১৬০ ভোট নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
৭৮ বছর বয়সী রশিদ ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ার্রি ডিগ্রি অর্জন করেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ইরাকের পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে তিনি কাজ করতে পারবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ দেশটিতে যে রাজনৈতিক অচলাবস্থা চলছে সেখানে এমন প্রশ্ন ওঠা অস্বাবিক কিছু নয়।
আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৩২৯ জন আইনপ্রণেতাদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে ২৬৯ জন ভোটে অংশ নেন। ভোট প্রদানের কয়েক ঘণ্টা পরই বাগদাদের গ্রিন জোনে নয়টি রকেট হামলা চালানো হয়। যেখানে দেশটির সংসদ অবস্থিত।
সূত্র: আলজাজিরা
এসএ/
আরও পড়ুন