ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস নতুন অর্থমন্ত্রী হিসেবে জেরেমি হান্টকে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি কোয়াসি কোয়ার্টেং অর্থমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন হান্ট। ফলে এক বছরের মধ্যে চতুর্থবারের মতো অর্থমন্ত্রী নিয়োগ দেয়া হলো ব্রিটেনে।

শুক্রবার (১৪ অক্টোবর) জেরেমি হান্টকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে দশ নম্বর ডাউনিং স্ট্রিট।

কোয়ার্টেংয়ের নেয়া নতুন র্অথনৈতিক পরিকল্পনার কারণে যুক্তরাজ্যের বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের অবমূল্যায়নের কারণে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কোয়াটেং দায়িত্ব নেয়ার ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে থেকে সরে দাঁড়ান।

কোয়ার্টেং গত ২৩ সেপ্টেম্বর তার অর্থপরিকল্পনা নিয়ে যে মিনি বাজেট পেশ করেছিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তিনি সরকারের করের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর যে পরিকল্পনা জানান তাতেই চাপে পড়ে ব্রিটেনের বাজারে। এছাড়া পাউন্ডেরও অবমূল্যনায়ন ঘটে।

এ প্রেক্ষিতে ট্রাস গত ৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমবারের মতো সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে  বিনিয়োগকারী ও ব্রিটিশ ভোটারদের খুব কমই আশ্বস্ত করতে পেরেছিলেন। ট্রাস বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন।

তিনি বলেন, আমি করের বোঝা কমিয়ে মজুরি ও প্রবৃদ্ধি বাড়াতে চাই।

এদিকে, প্রধানমন্ত্রী ট্রাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি চলতি বছরের চতুর্থ চ্যান্সেলর।

উল্লেখ্য, ব্রিটেনে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা দ্বিতীয় ব্যক্তি হলেন কোয়াসি কোয়ার্টেং। এর আগে সবচেয়ে কম সময় এ দায়িত্ব পালন করেন ইয়ান ম্যাক্লিওড। তিনি ১৯৭০ সালে দায়িত্ব নেয়ার ৩০ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি