ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

পাকিস্তান সবচেয়ে বিপজ্জনক দেশ: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি চীন এবং রাশিয়ারও সমালাচনা করেন। 

চীন এবং ভ্লাদিমির পুতিনের রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এই মন্তব্য করেছেন বাইডেন। 

হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে জো বাইডেন বলেছেন, “তিনি (শি জিনপিং) এমন একজন ব্যক্তি যিনি জানেন, আসলে তিনি কী চান। কিন্তু তার প্রচুর, প্রচুর সমস্যা রয়েছে। আমরা এটা কীভাবে মোকাবিলা করব? রাশিয়ায় যা ঘটছে তার সাথে সংশ্লিষ্ট এই বিষয়টি আমরা কীভাবে মোকাবিলা করব?”

পাকিস্তান সম্পর্কে জো বাইডেন বলেন, “আমি মনে করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। কোনো সমন্বয় ছাড়াই যার হাতে পারমাণবিক অস্ত্র আছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, তখন জো বাইডেনের এই মন্তব্য ইসলামাবাদের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে জো বাইডেন বলেন, একুশ শতকের দ্বিতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের গতিশীল পরিবর্তনের প্রচুর সুযোগ রয়েছে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের দু’দিন পর জো বাইডেন এসব মন্তব্য করেছেন। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের ৪৮ পৃষ্ঠার নথিতে পাকিস্তানের কোনো উল্লেখ নেই।

বুধবার বাইডেন প্রশাসন কংগ্রেসের বাধ্যতামূলক মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের সংক্রান্ত মূলনীতির নথি প্রকাশ করেছে। এই নথিতে চীন এবং রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসাবে উল্লেখ করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি