ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫

ইরানের ‘কুখ্যাত’ ইভিন কারাগারে অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইরানের কুখ্যাত ইভিন কারাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কারাগারের ওই এলাকায় আগুনের শিখা ও ধোঁয়া দেখা গেছে। 

বিবিসি বলছে, এসময় বন্দুকের গুলি চালানোর শব্দের পাশাপাশি সাইরেনও শোনা গেছে। ঘটনাস্থলে দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া খবর পাওয়ার পর পরই ওই এলাকায় বিশেষ বাহিনী পাঠানো হয়েছে। 

তেহরানের গভর্নর মোহসেন মনসুরি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন কারাগারের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কারাগারের কমপ্লেক্সে শান্তি বজায় রাখা হয়েছে। কারাগারের আশেপাশের রাস্তাগুলো পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মনসুরি।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাগারে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, ইভিন কারাগার রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। পুলিশের হেফাজতে মাশা আমিনীর মৃত্যুর ঘটনায় ইরানে যে বিক্ষোভ চলছে, সেখান থেকে আটক শত শত লোককে এ কারাগারেই রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি