ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫

কে হতে পারেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

দায়িত্ব নেওয়ার মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর লিজ ট্রাস। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে কে হতে পারেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে লিজ ট্রাসের বিগত প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক জনপ্রিয়তার কাতারে আছেন। এছাড়া আছেন পেনি মরডন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

চ্যান্সেলর জেরেমি হান্ট নেতৃত্বের দৌড় থেকে ইতোমধ্যে নিজেকে দূরে রেখেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও ডাউনিং স্ট্রিটে ফেরার জনপ্রিয়তার কাতারে আছেন।

বৃহস্পতিবার পদত্যাগ বার্তায় লিজ ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক অস্থিরতার সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন। তবে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন, তা পূরণ করতে পারছেন না। এর আগে তার মন্ত্রিসভার অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে, যার কারণে তার ওপর চাপ তৈরি হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি