ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫

তৃতীয়বারের মতো অগ্নি পরীক্ষায় সফল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

তৃতীয়বারের মতো নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। 

শুক্রবার সকালে ওড়িশা উপকূলে এ পরীক্ষা চালানো হয়।

গত বছর জুন মাসে প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। গত ডিসেম্বরে দ্বিতীয় পরীক্ষাতেও সফল ছিলো ‘অগ্নি প্রাইম’।

অগ্নি শ্রেণির ক্ষেপণাস্ত্রের মধ্যে এই ‘অগ্নি প্রাইম’-কে আধুনিকতম বলা হয়। পারমাণবিক আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ২০০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

‘অগ্নি ৩’ ক্ষেপণাস্ত্রের অর্ধেক ওজন এটির। গুজরাটের গান্ধীনগরে প্রতিরক্ষাএক্সপো উদ্বোধনের সময় এই ‘অগ্নি প্রাইম’ বিষয়ে ডিআরডিওর প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি। জানান, ভারত প্রতিরক্ষা ক্ষেত্রেও এখন স্বনির্ভর।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি