ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫

লন্ডনে ফিরেই সুনাকের মুখোমুখি জনসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অবকাশযাপন শেষে লন্ডনে ফিরেই প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের মুখোমুখি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্থানীয় সময় শনিবার রাত ১০টায় বৈঠকে বসেন ব্রিটেনে কনজারভেটিভ দলের  এই দুই নেতা।

দেশটির প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে উভয়ই শরিক হচ্ছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও কারো পক্ষ থেকেই আসেনি। বিবিসি ও সানডে টাইমসের খবরে এ কথা বলা হয়।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তোড়জোড় শুরু করেন বরিস জনসন। সে প্রচেষ্টার অংশ হিসেবেই ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের এই সাবেক প্রধানমন্ত্রী।

তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানা যায়নি।

জনসনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। তবে নেতৃত্বের দৌড়ে জনসনের চেয়ে সুনাক এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস সম্প্রতি পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন।

ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি