ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫

মিয়ানমারে শান্তি ফেরাতে বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মিয়ানমারের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইন্দোনেশিয়ায় এ বৈঠকে দেশটিতে শান্তি ফেরাতে গত বছর আসিয়ানের নেয়া পাঁচ দফা বাস্তবায়ন নিয়েও আলোচনা করা হবে।

মিয়ানমারের অবস্থা দিন দিন আরও অস্থিতিশীল হয়ে উঠছে। বেসামরিক নাগরিকদের ওপর চলছে জান্তা বাহিনীর দমনপীড়ন। অন্যদিকে, সেনা সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে বিদ্রোহী গোষ্ঠীরা। সবমিলিয়ে দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল।

মিয়ানমারে সহিংসতা বন্ধ ও শান্তি ফেরাতে বৈঠকে বসতে যাচ্ছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বৈঠকে মিয়ানমারে শান্তি ফেরাতে গত বছর আসিয়ানের নেয়া পাঁচ দফা বাস্তবায়নের ইস্যুটিও উঠে আসবে। গত বছর মিয়ানমারে রক্তপাত বন্ধে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান নেতারা বৈঠকে বসেন। এতে জোটের পক্ষ থেকে জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান, মিয়ানমারে আসিয়ানের মানবিক সহায়তা প্রদান, দেশটিতে বিবদমান সব পক্ষকে সহিংসতা বন্ধের পাশাপাশি পাঁচ দফা গৃহীত হয়।

আগামী মাসে আসিয়ান শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমার ইস্যুতে কীভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়া যায় সেই বিষয়ে বৈঠক থেকে সুপারিশ আসতে পারে বলেও জানানো হয়। গত বছর পহেলা ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করে সু চির রাজনৈতিক নেতাদের। এরপর থেকেই মিয়ানমারে অস্থিতিশীলতা দেখা দেয়।

সূত্র: রয়টার্স

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি